||অনলাইন প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)||
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়েছে।
রবিবার ৫ জুলাই সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মেদ, বিজেএম কলেজের অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা, সহসভাপতি হেলাল মজুমদার, সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি সাইফুল ইসলামসহ অনেকে।
এসময় উপজেলার ৩টি কলেজ ও ৭টি স্কুলসহ ১০টি প্রতিষ্ঠানের ৬০জন শিক্ষক ও ২১কর্মচারীকে মোট ৩লাখ ৫২হাজার টাকার চেক প্রদান করা হয়।