ভেড়ামারায় খাদ্যসহায়তা পেল ছোট পরিবহনের সঙ্গে জড়িত মানুষ

|| অনলাইন প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||
করোনাদুর্যোগে সবকিছু বন্ধ থাকায় কাজ নেই ভেড়ামারা উপজেলার সিএনজি চালক, অটো চালক, রিক্সা-পাখি ভ্যান চালক ও অটোমেকানিকদের। কাজ না থাকায় খাবার জুটছে না তাদের। বেকার এসব শ্রমিকদের জন প্রতি দেয়া হলো ৮ কেজি চাল ও দুই কেজি আলু। বৃহস্পতিবার ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন ৬০০ জন শ্রমিককে এসব খাদ্যসহায়তা দেওয়া হয়।
এসব খাদ্যসহায়তার যোগান দিয়েছেন হাসানুল হক ইনু এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।
সহায়তা দেওয়ার সময় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজামান মিঠু, উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন