|| অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||
উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর আওলাতলী রোড কলোনী পাড়ায় একশ’র বেশী দুর্গত পরিবারকে খাদ্যসহায়তা দিলেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী রহিমা আফরোজ শেফালী। নিজের টাকায় তিনি এসব খাদ্য সহায়তা দেন।
খাদ্যসহায়তা দিতে গিয়ে রহিমা আফরোজ শেফালী জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দুর্গত মানুষের সহায়তায় অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক তালুকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন।