ভালুকায় করোনারোধে জনসচেতনতায় শিক্ষক আরাফাত

অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
করোনাভাইরাসের সংক্রমন রোধে মানুষকে সচেতন করতে শিল্প অধ্যুষিত ভালুকায় সামাজিক উদ্যোগ নিয়েছেন এক শিক্ষক মোর্শেদুজ্জামান আরাফাত। তিনি ধান গবেষণা ইন্সটিটিউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন। একই সঙ্গে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃত্বেও রয়েছেন এই শিক্ষক।
তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে ২ সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামেগঞ্জে লিফলেট বিতরণ, মাইকিং ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন হাট বাজারে দোকানের সামনে বৃত্ত এঁকে সাধারণ মানুষের দোরগড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন।
মোর্শেদুজ্জামান আরাফাত বলেন, ‘করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশও এ সমস্যার সম্মুখীন। আমরা সচেতনতার মাধ্যমেই পারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমাদের চিন্তা করতে হবে যাতে করে আমরা আগামী দিনগুলো ভালোভাবে নিজ নিজ পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর। দেশের এ ক্রান্তিকালে সবাইকে এগিয়ে আসতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি আমার সাধ্যমত চেষ্টা করবো মানুষের পাশে থাকার। বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ । যারা বাড়িওয়ালা আছেন তাদের উচিৎ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়া মওকুফ করে দেওয়া। অর্থাৎ আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ ব্যাপারে ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, আরাফাত নভেল করোনা ভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে গ্রাম গঞ্জের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন