|| উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
টাকা পেলে কে না খুশি হয়। যদি সে হয় ছোট ছেলেমেয়ে তাহলে তো কথাই নেই। টাকা পাবে আর তা দিয়ে কত্ত কি কিনবে। কিন্তু এই করোনাদুর্যোগে ঘরবন্দি অবস্থায় সে কি করে সম্ভব। তারপরও টাকা বলে কথা। এখন কেনা নাইবা হলো। পরে তো কেনা যাবে। এই টাকার অঙ্কটাও কম নয়। দুই দুইশ’ টাকা!
হ্যাঁ এমনিতর দুইশ’ টাকা করে পেল ধামইরহাট শুক্রবাটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থিরা। আর এই টাকা তাদের দিলেন তাদের প্রিয় হেডমাস্টার মশাই।
করোনায় ঘরবন্দি অবস্থায় একেবারে দু:সহ হয়ে উঠেছে ছোট ছোট এসব শিক্ষার্থির প্রতিদিনকার জীবন। দলবেঁধে স্কুলে যাওয়ার সুযোগ নেই। নেই খেলাধুলা করার কোন উপায়। এরই মধ্যে টাকা পেয়ে আনন্দ যে আর ওদের ধরে না।
নিজের বেতনের টাকা থেকে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ১২৫ জন শিক্ষার্থিকে তাদের বাড়িতে গিয়ে দুইশ’ টাকা করে দিলেন প্রিয় হেডমাস্টার মশাই মাসুদুর রহমান স্বপন।
এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাংবাদিক নুরুল ইসলামসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা হেডমাস্টার মাসুদুর রহমানের সঙ্গে ছিলেন।
সবার প্রিয় হেডমাস্টার মাসুদুর রহমান স্বপন এরআগেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজ উদ্যোগে রাস্তা তৈরি করে দিয়েছেন। নিজের ৪ বিঘা জমিও তিনি দিয়েছেন স্কুলের জন্য।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন খুবই প্রশংসনীয় কাজ করেছেন। শুধু শুক্রবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নয়, অন্য বিদ্যালয়ের স্বাবলম্বী শিক্ষকগণ ও সমাজের প্রতিটি বিত্তবান মানুষের উচিত দেশের এই মাহমারীতে এগিয়ে আসা। আমি প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপনকে অভিনন্দন জানাই কারণ তিনি আরও অনেকের প্রেরণা হয়ে রইলেন।#