নিম্ন ও মধ্যবিত্তদের খাদ্যসহায়তা দিচ্ছে ‘সেবা সমন্বয়’

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনা অভিঘাতে জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় যারপর নাই কষ্টে পড়েছে দেশের নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। যারা হাত পাততে পারছেন না। আবার জীবনজীবিকা সংকটে বিপর্যস্ত। এসব মানুষকে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে দেশের বিভিন্ন বিভিন্ন সংগঠনের সমন্বিত প্ল্যাটফরম ‘সেবা সমন্বয়’। ফেইসবুক কিংবা নির্ধারিত নম্বরে ফোন করলে এই সহায়তা পৌঁছানোর চেষ্টা করছে সংগঠনটি।

করোনার প্রায় শুরু থেকেই চলে আসছে সেবা সমন্বয়ের এই সহায়তা উদ্যোগ। এরই ধারাবাহিকতায় সেবা সমন্বয়ের পক্ষ থেকে ১২ই মে ঢাকার ডেমরা, রায়েরবাগ, শ্যামপুর, জুরাইন, দনিয়া, ধোলাইপাড়, সায়দাবাদ, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, আরকে মিশন রোড, মীর হাজিরবাগ, গেন্ডারিয়া, ধলপুর, মানিকনগর, বাসাবো, পুরনো ঢাকা, আজিমপুর, হাজারীবাগ, কদমতলী, শাহজাহানপুর, মালিবাগ, রামপুরা, বনানী, খিলক্ষেত, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, শেওড়াপাড়া, ডেমরা ও নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকার মোট ২১০ টি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এসব সহায়তার মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য, ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল, ও ১টি মিষ্টি কুমড়া। যদি কোন পরিবারে শিশু থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি শিশুর জন্য অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম, ৫০০ গ্রাম সুজি ও ৫০০ গ্রাম চিনি দেওয়া হয়। এছাড়া পরিবারে গর্ভবতী নারী থাকলে অতিরিক্ত ১ লিটার তরল দুধ, ১ ডজন ডিম ও ১ ডজন কলা দেওয়া হয়।

উল্লেখ্য, ‘সেবা সমন্বয়’ তার সমন্বয় কার্যক্রমের আওতায় সারা দেশে খাদ্যসহায়তা কার্যক্রমে যুক্ত রয়েছেন এমন ৯০টিরও বেশি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে একটি ডাটাবেইজ তৈরি করেছে। যার মাধ্যমে কোন কোন এলাকায় জরুরী সহায়তা দরকার তা ঠিক করা হচ্ছে এবং সেইসেঙ্গে যে সব সংগঠন ঐ এলাকা বা তার আশেপাশের এলাকায় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করছে তাদের দেওয়া তথ্যে জীবন ধারণের জন্য দরকারি সহায়তাসামগ্রী দূর্গত এলাকায় পৌছানো সম্ভব হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন