ননএমপিও শিক্ষকদের নগদ অর্থ দিলো সংযোগ

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নন-এমপিও শিক্ষকরা। এই ক্রান্তিকালে অনেক শিক্ষক শখের চাকরিটাও হারিয়েছেন।

|| বার্তা সারাবেলা ||

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নন-এমপিও শিক্ষকরা। এই ক্রান্তিকালে অনেক শিক্ষক শখের চাকরিটাও হারিয়েছেন। কেউবা চাকরি থাকতেও বেতন পাচ্ছেন না বছর যাবত। এই ঈদে আনন্দ ভাগাভাগি করতে   মানুষ তৈরির এই কারিগরদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘সংযোগ- কানেক্টিং পিপল’।

গুগল ফর্মের মাধ্যমে খোঁজ করে দেশের নন-এমপিও ১৫০ জন স্কুল শিক্ষককে বিকাশ ও নগদের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংযোগ।

সংযোগের নিয়মিত ডোনারদের মাধ্যমে সংগৃহীত ফান্ড থেকে রোববার (৯ মে) ও সোমবার ১০ই মে যথাক্রমে এই দেড়শো শিক্ষককে এ অর্থ সহায়তা দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংযোগ জানায়, প্রথম ধাপে গত ৫ মে পর্যন্ত মোট ২০০ জন নন-এমপিও স্কুলশিক্ষক গুগল ফর্ম পূরণ করেন। সেখান থেকে ক্যাশহেল্পের জন্য ১৫০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। প্রথমে গুগল ফর্মে আবেদন করা শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই করে সংযোগ। এছাড়াও আবেদনকৃত শিক্ষকদের এলাকায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খবর নিয়ে ১৫০ জনকে চূড়ান্ত করা হয়।

সংযোগ আরও জানায়, গেল বছর দুই ঈদে দেশের নন-এমপিওভুক্ত স্কুলের মোট দুই হাজার শিক্ষককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেছিল সংযোগ।

সংযোগঃ কানেক্টিং পিপল এর সহ-প্রতিষ্ঠাতা ও (র‍্যাংগস প্রপারটিজ লিমিটেড)-এর সিওও প্রকৌশলী শাহাদাৎ হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংযোগ অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও ১৫০জন শিক্ষকদের নগদ অর্থ প্রদান করেছে।

তিনি বলেন, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। লোকলজ্জা আর আত্মসম্মানবোধ থেকে কারও কাছে সাহায্য চাইতে পারেন না। সংযোগ এই সকল মানুষের পরিবার হয়ে কাজ করছে।সমাজের সকল পর্যায়ের মানুষগুলোর বিপদে সবসময় কাজ করবে সংযোগ ।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গেল বছরে ২৭শে মার্চ থেকে যাত্রা শুরু সামাজিক সংগঠন সংযোগঃ কানেক্টিং পিপল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংযোগের গ্রুপে এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ যুক্ত আছেন।

করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ ও কেয়ারগিভারের ব্যবস্থা করে প্রশংসা কুড়িয়েছে  সংযোগ। এছাড়া করোনা রোগীদের মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ, খাবার পৌঁছানোসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সংযোগ রাইডাররাও দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া কোভিড, আম্পান আক্রান্ত, পাটকল শ্রমিক, বানিয়াশান্তা, হাওর এবং ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রায় কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সংযোগ। অসহায় মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা, চাকরির ব্যবস্থা করাসহ গরিব রোগীদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে কাজ করছে সংযোগ।

সংবাদ সারাদিন