দূর্গাপুরের আদিবাসীদের দেওয়া হলো ত্রাণ সহায়তা

|| অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী) ||

আদিবাসী পল্লীটা সদর রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। তাই গাড়ি রেখে ত্রাণের বস্তা কাঁধে নিয়েই রওনা হলেন দূর্গাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাহেরপুরের আদিবাসী পল্লীর দূরত্ব উপজেলা সদর থেকে বেশ অনেকটা। সরাসরি যাওয়ার কোন রাস্তাও নেই।

মঙ্গলবার দুপুরে সেখানেই সরকারি ত্রাণ সহায়তা নিয়ে গেলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাস্তা থেকে আদিবাসী পল্লী অনেকটা দূরে হওয়ায় চেয়ারম্যান নজরুল ইসলাম এবং ইউএনও মহসীন মৃধা নিজেরাই কাঁধেই তুলে নেন ত্রাণের বস্তা। অনেকটা পথ পায়ে হেঁটে আদিবাসী পল্লীতে পৌঁছন তারা।

দূর্গাপুর ‍উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমনের ফলে দেশে সাধারণ ছুটি চলছে। রাজশাহী জেলাতেও চলছে লকডাউন। ঘরবন্দি মানুষ। যানবাহনও চলছে না। কাজ নেই মানুষের। এই পরিস্থিতিতে প্রান্তিক এইসব আদিবাসীদের অবস্থা আরো খারাপ। মানবিক দিক বিবেচনায় তাদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, আদিবাসী পল্লীর বাসিন্দারা অনেকটাই অবহেলিত। এছাড়া পল্লীটি দুর্গম এলাকায় হওয়ায় সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হন তারা। এ কারনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে সরকারি ত্রাণ সহায়তা আদিবাসী পল্লীর ১৬টি পরিবারের মাঝে দেওয়া হয়েছে। আদিবাসী পল্লীর এসব বাসিন্দাদের জন্য সরকারি অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন