|| অনলাইন প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার) ||
কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের ধীতেশ্বরপুর, সরিষাকান্দি ও মির্জানগর গ্রামের করোনাদুর্গত ৮৫টি পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে বাংলাদেশ মেডিকেল শিক্ষার্থী কমিউনিটি। রোববার ১২ই এপ্রিল নিরাপদ দূরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসহায়তা দেয়া হয়।
বাংলাদেশ মেডিকেল শিক্ষার্থী কমিউনিটির সদস্যদের নিজস্ব টাকায় প্রত্যেক পরিবারকে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, আধা কেজি পেঁয়াজ, ১কেজি লবন, ১কেজি আলু, সাবান ১টা, ১কেজি আটার একটি করে প্যাকেট প্রতি পরিবারকে দেয়া হয়।
কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র সৈকত রায়, সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্র ডা. মৃনাল কান্তি দেব, রংপুর মেডিকেল কলেজের ছাত্র দিলীপ কুমার নাথ, কুমিল্লা মেডিকেল কলেজের পলাশ সরকার ও মিঠুন চক্রবর্তীসহ কমিউনিটির অন্য সদস্যরা এই কাজে অংশ নেয়।
