অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে গরীব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ‘উদ্দীপ্ত তরুণ’। গত দু’দিন ধরে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় সরকার ১৪ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে সাধারণ মানুষ যেতে পারছেন না বাড়ির বাইরে। ফলে খাদ্য ও নিত্যপণ্যের সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। উদ্দীপ্ত তরুণের সদস্যরা এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন।
উদ্দীপ্ত তরুণ এর সভাপতি সাখাওয়াত হোসেন কল্লোল ও সাধারণ সম্পাদক সানোয়ার রাব্বি সবুজ জানান, ইতোমধ্যে গত দু’দিনে একশ’র বেশী গরীব মানুষকে খাদ্যসামগ্রী দেবেন তারা। সরকারি সহায়তার পাশাপাশি তাদের এ ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাওয়া হবে বলেও জানান তারা।#