|| অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) ||
করোনাদুর্গতদের খাদ্যসহায়তা দিল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন। রোববার ২৬শে এপ্রিল শংকরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ দুরত্ব বজায় রেখে স্থানীয় ৬০টি পরিবারকে ৩ কেজি আটা, আধা কেজি তেল, ছোলা, মুড়ি, আলু-করলা ও ১টি করে ডেটল সাবান দেওয়া হয়। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের পক্ষে এসব খাদ্যসহায়তা তুলে দেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
খাদ্যসহায়তার দেওয়ার সময়ে করোনা থেকে বাঁচতে সকলকে ঘরে থাকা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানানো হয়। এছাড়া হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর করা হয়।
আলমপুর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসান, সহ-সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক সাখাওয়াত হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক, সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী, সাইফুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ খাদ্যসহায়তা কার্যক্রমে অংশ নেন।