|| অনলাইন প্রতিনিধি, শাহজাদপুর(সিরাজগঞ্জ) ||
সারাদেশের মত সিরাজগঞ্জের শাহজাদপুরেও টেলিমেডিসিন সেবা দিতে শুরু করেছে বাংলাদেশ পৌর চিকিৎসক সমিতি। এই আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন-বিএপিএস।
বাংলাদেশের যে কোন নাগরিক জরুরি স্বাস্থ্য সেবার জন্য নির্ধারিত হটলাইন নম্বরে ফোন দিলেই পেয়ে যাবেন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। শুক্রবার ছাড়া সপ্তাহের ৬দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনাপয়সায় পাওয়া যাবে এই সেবা। আপাতত ৯ জন চিকিৎসক এই সেবা কার্যক্রমে যুক্ত রয়েছেন।
এরা হলেন : ডা. মো. আব্দুস সামাদ ফকির, এমবিবিএস, ডিসিএইচ (শিশু), শিশু রোগ বিশেষজ্ঞ, হটলাইন-০১৭১১১৩৪৬৭৪, খাগড়াছড়ি পৌরসভা। ডা. ওয়ালিউল ইসলাম খান, এমবিবিএস, শিশু রোগ বিশেষজ্ঞ, হটলাইন-০১৭১১৯৮০৭৫৩, চাঁপাই নবাবগঞ্জ পৌরসভা। ডা. মোঃ লিয়াকত আলী, এমবিবিএস, এমডি (শিশু), শিশু রোগ বিশেষজ্ঞ, হটলাইন-০১৭১৫২০৫৩৮৩, শাহজাদপুর পৌরসভা (সিরাজগঞ্জ)। ডা. মো. আল ইমরান, এমবিবিএস, এফসিজিপি (ফ্যামিলি মেডিসিন), সি-কার্ড (হৃদরোগ), হটলাইন-০১৮২৫০৩০২৭৪, লাকসাম পৌরসভা (কুমিল্লা), ডা. হরসিৎ বিশ্বাস, এমবিবিএস, হটলাইন-০১৭১২৫৩৫৭০৯, মাদারীপুর পৌরসভা। ডা. শেখ মোস্তফা আলী, এমবিবিএস, ডি-অর্থো (হাড় জোড়া, বাথ ব্যথা), হটলাইন-০১৮৭৩৯৮৬৯৪৭, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ডা. এস এম একরামুল নাহিদ, এমবিবিএস, সিসিডি, ডিএমইউ (ডায়াবেটিস), হটলাইন-০১৭১১৯৩৪০৮৭, পাটুয়াখালী পৌরসভা। ডা. এ. কে. এম. ফরহাদ হোসাইন, এমবিবিএস, এমপিএইচ, সিসিডি(বারডেম), হটলাইন-০১৩০৩০৫৭৫৭৮, সিরাজগঞ্জ পৌরসভা। ডা. আয়শা সিদ্দীকা বন্যা, এমবিবিএস, এমপিএইচ, ডিএমইউ, পিজিটি (গাইনি), হটলাইন-০১৭১১০১৭৫৩৭, সাভার পৌরসভা (ঢাকা)।
এই সেবা কার্যক্রম প্রসঙ্গে সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. এ. কে. এম. ফরহাদ হোসাইন জানান, করোনাভাইরাস সংক্রমণের এই দুর্যোগে সকলের ঘরে থাকার বিকল্প নেই। ঘরে থাকা মানুষকে জরুরি চিকিৎসা সেবা দেয়ার ব্রত নিয়েই আমাদের এই উদ্যোগ। পর্যায়ক্রমে আরো কিছু ডাক্তার এই কার্যক্রমে যুক্ত হবেন বলেও তিনি জানান।
শাহজাদপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. লিয়াকত আলী সেবা নিতে ইচ্ছুক সকলকে নির্ধারিত সময়ের মধ্যে হটলাইন নম্বর ফোন দিয়ে শুধু সমস্যার বিষয়ে কথা বলে অন্যদেরও সেবা নেওয়ার সুযোগ দেয়ার অনুরোধ জানান।#