|| অনলাইন প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||
করোনাদুর্যোগে দুর্গত সহপাঠিদের পাশে দাঁড়ালো দুই শিক্ষার্থি মিথিলা ও তামিদ। মিথিলা ঢাকার একাডেমিয়া ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণীতে এবং তাহমিদ ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ছে। ওরা দু’জনেই চৌদ্দগ্রাম পৌরসভার দক্ষিণ ফালগুনকরা চৌধুরী বাড়ীর সন্তান।
মিথিলা ও তামিদ বেশ কয়েক বছর আগে তাদের গ্রামের বাড়ির ফালগুনী হোমসে পড়তো। যেখানে ওদের সহপাঠি ছিল প্রায় দেড়শ দরিদ্র শিক্ষার্থি। মিথিলা ও তামিদ ওদের টিফিনের টাকাসহ নিজেদের মাসিক অন্যান্য খরচের সমুদয় টাকা পাঠিয়ে দিয়েছে তাদের একসময়ের এসব দরিদ্র সহপাঠির সহায়তায়।
মিথিলা ও তামিদের বাঁচানো টাকায় ওদের নিজ গ্রাম দক্ষিণ ফালগুনকরা ও পাশের আটগ্রামের ১০০ সহপাঠীর পরিবারকে দেওয়া হয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ বেশকিছু নিত্যপণ্য।