জনন্নাথদীঘি ইউনিয়নের দুর্গত ১১০ পরিবার পেল খাদ্যসহায়তা

|| অনলাইন প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা) ||

‘মানব সেবা মহৎ গুণ, মানব সেবায় এগিয়ে আসুন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দুর্গত ১১০টি পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ট্রাস্ট। পরিবারগুলো বাড়িতে গিয়ে ১৫ কেজি ওজনের প্যাকেটভর্তি চাল, ডাল, খেসারী, সেমাই, চিনি, পেয়াঁজ, ছোলা, খেজুর, আলু, মুড়ি ও তেল হস্তান্তর করা হয়।

সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম ভুঁইয়া বলেন, ‘প্রবাসীরা শত কর্মব্যস্ততার মাঝেও দেশের সামাজিক দ্বায়বদ্ধতা এড়িয়ে যাননি। করোনা মহামারীর সময়ে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি আমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে সেবামূলক কাজে অংশ নেবে।

জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সংগঠনের উদ্যোগে জগন্নাথদীঘি ইউনিয়নের গরিব-অসহায় মানুষের পাশে থাকাসহ সমাজসেবামুলক কাজ করে যাবেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন