|| সারাবেলা প্রতিনিধি, লক্ষীপুর ||
বিশ্বজিৎ চন্দ্র দাস পেশায় স্বর্ণকার। বয়স মাত্র ২৪। লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের ধনি রাম দাশ বাড়ির দিলীপ চন্দ্র দাসের ছেলে। গত ৩ বছর ধরে বিরল রোগ AVN (কোমরের হাড় জয়েন্ট ব্যথা) ভুগছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে সহায় সম্বল নিঃশেষ হয়ে গেছে। এখন সহায়তা অন্যের সহায়তা ছাড়া তার বাবা-মায়ের পক্ষে চিকিৎসা চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।
অসুস্থতার কারনে এরইমধ্যে বাপের বাড়ি চলে গেছেন বিশ্বজিৎয়ের স্ত্রী। ছেলেমেয়ে নিয়ে বিশ্বজিৎ নিরুপায় হয়ে সহৃদয় মানুষের সহযোগিতা চেয়েছেন।
যারা এই অসহায় বিরল রোগে আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করতে চান অনুগ্রহ করে বিশ্বজিতের বিকাশে সরাসরি সহায়তা পাঠাতে পারেন। তার বিকাশ নম্বর ০১৭৯৯-৩৬৬৪৬২। কিংবা তার নিচের ঠিকানায় : বিশ্বজিৎ চন্দ্র দাস, চররুহিতা, সদর লক্ষ্মীপুর।