|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
করোনাদুর্যোগে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া নতুনপাড়া ও বাসটার্মিনালের পাশের দু:স্থ মানুষেরা পেল খাদ্যসহায়তা। রোববার বিকেলে সয়াধানগড়া ও মাছিমপুর ঈদগাহ মাঠে নমিজান আফতাবি ফাউন্ডেশন এবং স্বেচ্ছাসেবী সংগঠন টিম দূরন্ত ৫০টি পরিবারকে এই খাদ্যসহায়তা দেয়। এই সহয়তায় ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ।
এসময় দূরন্ত টিমের আহবায়ক ডা. কে, এইচ মুরাদ, সদস্য সচিব সাংবাদিক মাসুদ পারভেজ, সদস্য সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, সদস্য মিম ইয়াসমিন, নমিজান আফতাবি ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুস সালাম মামুন, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভোলা, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রমিক নেতা গ্যাদা শাহিন ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা পারভীন স্বপ্না উপস্থিত ছিলেন।