|| সারাবেলা প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ||
করোনায় কাজ হারিয়ে অনেকেই যারপর নাই কষ্টে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসী এমন দুই হাজার দুর্গত পরিবারকে খাদ্যসহায়তা দিল বাংলাদেশে বর্ডার গার্ড বিজিবি।
বুধবার সকালে বিজিবি রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে শিবগঞ্জ ও ভোলাহাটের কর্মহীন ২ হাজার সীমান্তবাসীকে চাল, ডাল, তেল, লবণ, আটা, সুজি ও বিস্কুট দেওয়া হয়। বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এসব খাদ্যসহায়তা তুুলে দেন দুর্গতের হাতে।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, কোম্পানি ও বিওপি কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, করোনা দুর্যোগে দেশের বিভিন্ন স্থানের মত চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসী অনেক পরিবার খাদ্য সংকটে পড়েছেন।
তিনি আরো জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সকল পর্যায়ে করোনা দুর্যোগসময়ে কর্মহীন, গরিব, দুস্থ ও অসহায় মানুষগুলোকে সহায়তা দিয়ে আসছে। বিদ্যানন্দ ফাউন্ডশনের মাধ্যমে এসব খাদ্যসহায়তা মানুষের কাছে পৌঁছানো হচ্ছে।