খাদ্যসহায়তা পেল করোনাদুর্গত খাজিরন বেওয়া

|| অনলাইন প্রতিনিধি, কুড়িগ্রাম ||

খাদ্যসহায়তা পেলে খাজিরন বেওয়া বললেন, ‌‘তোমরা মোক এই খাবার দিলেন মুই খুব খুশি হইছং। তোমরা যুগ যুগ বাঁচি থাকো বাবা।’ বৃদ্ধ খাজিরন বেওয়ার বাড়ি চিলমারীর চুড়াওবাড়ী গ্রামে। বৃদ্ধ বয়সে কেউ দেখার নেই। এর ওর কাছ থেকে চেয়েচিন্তে চলছিল তার।

করোনাদুর্যোগে ঘরবন্দি অবস্থা। বৃদ্ধার অসহায় এই অবস্থা কেউ হয়তো পোস্ট করেন তার ফেইসবুকের দেয়ালে। তাই দেখে খাদ্যসহায়তা নিয়ে হাজির হলেন স্থানীয় ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা আবু হানিফা রঞ্জু ।

বুধবার, ২১শে এপ্রিল দুপুরে চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের চুড়াওবাড়ী গ্রামে গিয়ে খাজিরন বেওয়াকে চাউল,ডাল,আলু,তেল,লবন,মরিচ,সাবানসহ নিত্যপন্য দেওয়া হয়। রঞ্জু জানান, ফেসবুকে ওই বৃদ্ধার অসহায় অবস্থার ষ্ট্যাটাস দেখে আমি তার জন্য কিছু খাদ্যপন্য নিয়ে যাই।

বিত্তবানদের কাছে অনুরোধ করছি তারা যেন, দেশের এই সংগটে দুর্গত মানুষের পাশে দাঁড়ান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন