|| উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর) ||
খাদ্যসহায়তা পেলেন শিবচর উপজেলার করোনাদুর্গত দুই হাজার পরিবার। স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, গ্রাম পুলিশ, পত্রিকার হকার ও উপজেলার বিভিন্ন দফতরের চতুর্থ শ্রেনির কর্মচারীদের মধ্যে বৃহস্পতিবার এসব খাদ্যসহায়তা দেওয়া হয়।
উপজেলা পরিষদের পক্ষ থেকে দেওয়া এসব খাদ্যসহায়তায় ছিল ১০ কেজি চাল,১ কেজি চিনি,১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি আলুর একটি প্যাকেট। এসময় উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পত্রিকার হকার, গ্রাম পুলিশ, চতুর্থ শ্রেনির কর্মচারীর কাছে এসব সহায়তা পৌঁছে দেন।
খাদ্যসহায়তা দিতে গিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এসব উপহার আমাদের চীফ হুইপ মহোদয়ের নির্দেশ মোতাবেক শিবচরে পৌরসভাসহ ১৯ টি ইউনিয়নের দুই হাজার পরিবারকে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ মোল্লা, শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার বি. এম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।#