|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||
খাদ্যসহায়তা পেলেন ভোলায় বিচার বিভাগের মাস্টার রুলে কর্মরত ও অস্বচ্ছল কর্মচারীরা। বৃহস্পতিবার ভোলা জেলা ও দায়রা জজ আদালতের এসব কর্মচারীদের চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেলসহ বেশকিছু নিত্যপণ্য এবং নগদ টাকা দেন জেলা জজ ড. এ. বি. এম. মাহমুদুল হক।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে গেল ২৬শে মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এতে অন্য অনেকের মত কর্মহীন হয়ে পড়েন ভোলা জজ আদালতের মাস্টাররোল কর্মচারীরা। খাদ্যসহায়তা দেয়ার সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকও উপস্থিত ছিলেন।#
