অনলাইন প্রতিনিধি, কুমিল্লা
করোনা সংক্রমণ ঝুঁকির এই সময়ে দেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রসেনানি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় কাজ করছেন চিকিৎসকরা। কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে বয়স্ক এসব মুক্তিযোদ্ধার বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসকরা পৌঁছে দিচ্ছেন চিকিৎসাসেবা ও ওষুধপত্র।
রোববার সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার উপজেলা চত্তরে মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক আয়োজনে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিব হাসান। এ কার্যক্রমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সাড়ে ছয়শ মুক্তিযোদ্ধা তাদের নিজ বাড়িতেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন। এসময় চিকিৎসকরা বয়স্ক মুক্তিযোদ্ধাদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবানসহ করোনা প্রতিরোধক বিভিন্ন উপকরণ দেন।
কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের অর্থসহায়তা ও পরিকল্পনায় বিশেষজ্ঞ চিকিৎসক টীম যাবেন অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাড়িতে। সেখানে বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ওষুধ দেবেন তারা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার আবদুস সামাদ জানান, দিনদিন অনেক মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এখনও অনেক মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের এমন উদ্যোগ মুক্তিযোদ্ধাদের সম্মান আরও বাড়িয়ে দিলো।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, যাদের অকুতোভয় অংশগ্রহনে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকের এই দুর্যোগ সময়ে সেই বীরদের চিকিৎসাসেবা ও ওষুধ দিতে পেরে আমরা কিছুটা হলেও ঋণ শোধ করতে পারছি। তিনি জানান, চিকিৎসকরা অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মেডিকেল চেকআপ, প্রেসক্রিপসন ও বিনামূল্যে ওষুধ পৌঁছে দেবেন। তাদের স্বাস্থ্যগত রিপোর্ট সংগ্রহ করবেন, যাতে পরবর্তীতে তাদের দ্রুত চিকিৎসাসেবা দেয়া যায়।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের এই উদ্যোগের প্রশংসা করে উপজেলা নির্বাহি কর্মকর্তা রাকিব হাসান জানান, প্রতিদিন দুটি করে মেডিকেল টিম দুটি ইউনিয়নে যাবে। এভাবে পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল মুক্তিযোদ্ধা বিনামূল্যে চিকিৎসার আওতায় আসবে। মেডিকেল টীম অসুস্থ মুক্তিযোদ্ধাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিজনের শারীরিক রিপোর্ট তৈরী করবেন এবং সে আলোকে তাদের স্বাস্থ্যের তদারকি করবেন।#
প্রচ্ছদ » খেলা সারাবেলা » কুমিল্লায় বাড়িতেই চিকিৎসা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা
এই সম্পর্কিত আরও সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের খাদ্য সহায়তা দিলো বিজিবি
আগস্ট ১৫, ২০২১
শোকের আগস্টে নানা কর্মসূচি আওয়ামী লীগের
আগস্ট ১, ২০২১
অসহায়দের খুঁজে খুঁজে খাদ্য সহায়তা দিলেন ইউএনও
জুলাই ৩১, ২০২১
এই বিভাগের সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে অসহায়দের খাদ্য সহায়তা দিলো বিজিবি
আগস্ট ১৫, ২০২১
শোকের আগস্টে নানা কর্মসূচি আওয়ামী লীগের
আগস্ট ১, ২০২১