করোনায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যানের উদ্যোগ

|| অনলাইন প্রতিনিধি, কুমিল্লা ||

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও রোগিদের চিকিৎসায় মাঠ পর্যায়ে কর্মরত চিকিৎসক,স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়ছেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল। সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিয়ে করোনা মোকাবেলায় সমন্বয় বৈঠক করেন তিনি।

এছাড়া সভাশেষে স্বাস্থ্যকর্মীদের গাউন, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেড কভার, জীবানুনাশক দেওয়া হয়। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সমূহের জন্য পার্সোনাল প্রটেকটিভ ইকুইফমেন্ট কেনার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে চেক দেওয়া হয়।

এসময় স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে অ্যাডভোকেট টুটুল বলেন, ‘দেশজুড়ে করোনা মহামারী আকার ধারন করতে যাচ্ছে। এই কঠিন সময়ে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়ে বিভিন্ন প্রনোদনা ঘোষনা করেছেন। আপনাদের সুরক্ষায় আমরা সম্ভাব্য সব পদক্ষেপ নেব,এই দুর্যোগে আপনাদেরকে মানুষের পাশে থাকতে হবে। টাকা কোত্থেকে আসবে এটা বিষয় না, যখন যা লাগবে আমাদের জানাবেন। এছাড়া প্রতিবছর বর্ষা মৌসুমে এডিস মশার ভয়াবহ বিস্তারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। করোনার মধ্যেই ডেঙ্গু নিয়েও সতর্ক থাকতে হবে। ’

উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুলর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাছিমা আক্তার, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম।

উল্লেখ্য, করোনা মোকাবেলায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। করোনার শুরুতে উপজেলার ৬টি ইউনিয়ন ও শহরের শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যেমে করোনা সচেতনতায় মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ৬টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদেরকে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে আসা সেবাপ্রাথী, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের জন্যে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ ব্লক গঠনসহ ও করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক বিভিন্ন নির্দেশনাসমেত ব্যানার, পোস্টার ও নোটিশ আকারে বিভিন্ন স্থানে দেখানো হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসেও নির্মাণ করা হয়েছে হ্যান্ড ওয়াশ ব্লক। উপজেলার বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। এছাড়া করোনার থাবা থেকে রক্ষার অন্যতম কৌশল ঘরে থাকা। লকডাউন ঘোষনার পর দরিদ্র ও নিম্নআয়ের মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের উদ্যেগে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ারও উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলের ব্যক্তিগত উদ্যেগেও উপজেলার ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন