করোনায় দূর্গাপুরের আদিবাসীদের পাশে প্রশাসন

|| অনলাইন প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী) ||

করোনায় বিপর্যস্ত রাজশাহীর দুর্গাপুর পৌরসভা দেবীপুর আদিবাসী পল্লীর মানুষগুলো। কাজ নেই, খাবার নেই। দিশেহারা অবস্থা। এরইমধ্যে খাদ্যসহায়তা নিয়ে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা। সোমবার বিকেলে নিজ উদ্যোগে তিনি ত্রাণসহায়তা পৌছে দেন আদিবাসী এসব মানুষের বাড়িতে।

আদিবাসী পল্লীর গোত্র প্রধান গণেশ টুডু জানান, ‘তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার অমৃতপুর গ্রামে। গত দু’বছর ধরে তারা দুর্গাপুরের দেবীপুরের একটি আমবাগানে টং ঘর করে ৬ টি পরিবার বসবাস করছেন। এখানে তারা দিনমজুরের কাজ করে কোন রকমে দিন পার করছিলেন।’

করোনায় সবকিছু বন্ধ থাকায় কাজও নেই। কাজ বন্ধ আর ঘরবন্দি এ মানুষগুলোর এখন অনাহারি অবস্থা। এমন সময় এই ত্রাণসহায়তা যেন তাদের কাছে অনেকটা উপরওয়ালার আশীর্বাদের মতো– এমনটাই বলছিলেন গণেশ টুডু।

ইউএনও মহসীন মৃধা জানান, ভাসমান এসব মানুষগুলোর কোন ধরণের স্বীকৃতি না থাকায় সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত ছিলো। তাদের দুরাবস্থার কথা জানতে পেরে মানবিকবোধ থেকে তাদের কাছে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে তাদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন