||অনলাইন প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)||
নওগাঁ ধামইরহাটে স্বেচ্ছাসেবি সংগঠন মানবসেবা আজকের মানবতার ফেরিওয়ালা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাসেল মাহমুদের কাছে মানবতা আর মমতাই তার জীবনের ব্রত। ব্যক্তি জীবনে নিজের কাজের পাশাপাশি মানবসেবা নামের স্বেচ্ছাসেবি সংগঠনটি চালিয়ে যাচ্ছেন।
দেশের এই ক্রান্তিকালে করোনা মোকাবেলায় হাট-বাজারে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা মূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাজার, দুস্থ ও অসহায়দের চাল, ডাল, আলু, তেলসহ সবিজও দিচ্ছে সংগঠনটি। ওষুধ ও খাবারের দোকানের সামনে দূরত্ব রাখার জন্য রং দিয়ে দাগ দেওয়া হচ্ছে। ধামইরহাট উপজেলার বিভিন্ন জায়গায় জীবানুনাশক স্প্রে করে যাচ্ছে মানবসেবার সদস্যরা।
রাসেল মাহমুদ বলেন, অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছি মানবসেবা। গেলদিনে অসহায় মানুষের পাশে ছিলাম বতর্মানেও আছি আগামীতেও থাকবো।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/rsz_লক্ষ্মীপুরে_স্বেচ্ছাসেবী_সংস্থা_ও_ব্যাক্তির_মাঝে_অনুদানের_চেক_বিতরন_pic-2.jpg?fit=300%2C185&ssl=1)