|| সারাবেলা ডেস্ক ||
রাজধানীর বিভিন্ন প্রান্তের করোনাদুর্গত মানুষ বিশেষভাবে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছে সেবা সমন্বয়। দুর্গতদের সহায়তা দেওয়ার পাশাপাশি করোনাদুর্যোগের এই সময়ে দেশের স্বেচ্ছাসেবকদের তথ্য সহায়তা দিতে গড়ে ওঠা প্লাটফর্ম সেবা সমন্বয়। ফেইসবুক কিংবা নির্ধারিত নম্বরে ফোন করলেই সহায়তা পৌঁছে দিচ্ছে সেবা সমন্বয়ের সদস্য সংগঠনের কর্মীরা।
সেবা সমন্বয়ের পক্ষ থেকে গেল ২০শে এপ্রিল রোববার ঢাকা এবং ঢাকার বাইরে ৩১১টি মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারকে খাদ্যসহায়তা করা হয়েছে। এরমধ্যে রাজধানীর মুগদা ও মান্ডার ১২৯; খিলগাঁও, বাসাবো, গোড়ান ও শাহজাহানপুররের ৪৬; মালিবাগ, রাজারবাগ ও মগবাজারের ৬২; কমলাপুর ও গোপীবাগের ১৪; মানিকনগরের ২৪; যাত্রাবাড়ি, ধোলাইপাড়, ধলপুর ও শনির আখড়ার ১২; আগারগাঁও, মিরপুর ১, মিরপুর ১৩ এলাকার ৪; ওয়ারী, চকবাজার ও কামরাঙ্গীচরের ৪; এবং বাড্ডা, উত্তরা ও নিকেতন এলাকার ৬টি পরিবারকে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়। এছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, আশুলিয়া ও কুমিল্লা থেকে পাওয়া ফোনকলে সহায়তা দেওয়া হয়েছে ১০টি পরিবারকে।

প্রতি পরিবারকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল ও ১টি মিষ্টি কুমড়া দেওয়া হয়। পরিবারে শিশু থাকলে দেওয়া হচ্ছে সুজি ও চিনি।
সেবা সমন্বয়সংশ্লিষ্টরা বলছেন, তাদের কার্যক্রমে কিছুটা অসমন্বয়য়ের কারণে কেউ কেউ খাদ্যসহায়তা প্রয়োজনের বেশি পাচ্ছেন, আবার কেউবা একেবারেই পাচ্ছেন না। তাই সেবা সমন্বয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এমন সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে একটি ডাটাবেইজ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে কোন কোন এলাকায় জরুরী সহায়তা দরকার তা নির্ণয় করা হচ্ছে এবং সেইসঙ্গে যেসব সংগঠন ঐ এলাকা বা তার আশেপাশের এলাকায় স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করছে তাদের তথ্যসহায়তা দিয়ে জানানোর মাধ্যমে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যসহায়তা দূর্গতের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে।



রোজাকে সামনে রেখে সেবা সমন্বয় হাজারো পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে। রোজায় এক পরিবারপ্রতি অন্তত ৭ দিনের খাবার যোগানোর পরিকলাপনা নেওয়া হয়েছে। যে খাদ্যসহায়তায় থাকবে চাল, ডাল, খেজুর, ছোলা, মুড়ি, চিড়া তেল, ডিমের মত উপকরণ।#
সংবাদ সূত্র: সেবা সমন্বয়ের বিজ্ঞপ্তি