ওমরাহ হজ্বের টাকা দুর্গতদের দিলেন সাংবাদিক চান্নু

|| উপজেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

ওমরাহ হজ্বে যাওয়ার জন্য টাকা জমিয়েছিলেন সাংবাদিক শেফাদুল ইসলাম চান্নু। বর্তমান করোনা অভিঘাতে দুর্গত মানুষের জন্য দিয়েছেন তিনি। এই টাকায় সাংবাদিক চান্নু তাঁর নিজ গ্রাম মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়ার ১৫২ পরিবারকে খাদ্যসহায়তা দেন।

চান্নু কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার। এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ।

খাদ্যসহাযতা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সানাউল্লাহ ও ঠিকাদার রেবাদুল করিম পান্না। বর্তমান করোনা দুর্গতের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান সাংবাদিক নান্নু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন