জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নপূরণ’ এর উদ্যোগে ৩শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার দিনব্যাপী কালাইয়ের বিভিন্ন গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ সংগঠনের উপদেষ্টা তাহরিম আল হাসান, জুনাইদ রেজা, সভাপতি এম. আই মুরাদ, সাধারণ সম্পাদক তাহিদ প্রিন্স, সাব্বির, ফাহিম, নাইম, রাতুল, রুমি, নাতাশা, সুরভী প্রমুখ।
এ ব্যাপারে স্বপ্নপূরণ সংগঠনের সভাপতি এম. আই মুরাদ জানান, রমজান ও করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। অসহায় মানুষকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনাকালীন সময়ে বিভিন্নভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।