|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
ইমামদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নগরীর হেমায়েত উদ্দিন সড়কের জামে কশাই মসজিদে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন ইমামকে ইফতারসহায়তা দেওয়া হয়। ইসলামী ফাউন্ডেশন বরিশালের এই আয়োজনে জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে রোজার মাসজুড়ে নগরীর সব ইমাম ও মুয়াজ্জিনদের ইফতারসহায়তা দেওয়া হবে। এছাড়াও কেউ যোগাযোগ করলে প্রয়োজনীয় অন্য সহায়তাও দেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেনসহ ইসলামী ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।