|| অনলাইন প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ||
শুরু হয়েছে ধান কাটার ভরা মৌসুম। করোনার কারনে মিলছেনা শ্রমিক। দিশেহারা কৃষক। ভাবছেন জমির ধান কি এবার জমিতেই থাকবে। এসময় এলাকার যুবকদের নিয়ে এগিয়ে আসলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী ভূইয়া।
তিনি শুক্রবার ১৭ই এপ্রিল স্বেচ্ছায় স্কুল, কলেজ ও ভার্সিটি পড়ুয়া যুবকদের নিয়ে কৃষকের জমিতে নেমে পড়লেন ধান কাটতে। চেয়ারম্যান যুবকদের সঙ্গে নিয়ে ধান কাটতে এগিয়ে আসায় এসময় কৃষকরা আনন্দচিত্তে স্বাগত জানায়।
ইয়াকুব আলী ভূইয়া জানান, করোনা ভাইরাসের কারনে মৌসুমি ধান কাটার শ্রমিক এলাকায় ঢুকতে না পারায় বিপাকে পড়েন দিশেহারা কৃষক। শ্রমিক সংকট নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে কথা বললে তারা ধান কাটতে কৃষকদের সহায়তা করতে এগিয়ে আসে। আজ আমার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের যুব সমাজ এবং তাদের সঙ্গে আমিও ধান কাটায় অংশ নেই। আশা করছি এভাবে আমার ইউনিয়নের প্রত্যেক গ্রামের যুবকরা এগিয়ে আসবে। ধান কাটায় আমিও তাদের সঙ্গে থাকব ।#
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/rsz_লক্ষ্মীপুরে_স্বেচ্ছাসেবী_সংস্থা_ও_ব্যাক্তির_মাঝে_অনুদানের_চেক_বিতরন_pic-2.jpg?fit=300%2C185&ssl=1)