করোনা রুখতে সংসদ সদস্য মাহী বি চৌধুরী আহবান

||অনলাইন প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ)||
করোনা মোকাবেলায় সরকারঘোষিত সকল নির্দেশনা মেনে চলতে নিজের সংসদীয় আসন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) এর জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন মাহী বি চৌধুরী- এমপি। শুক্রবার বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মাধ্যমে তিনি এই অনুরোধ জানান। জেলা প্রশাসকের কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে মাহী বি চৌধুরী বলেন, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাতায়াত বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ইউনিয়নের প্রবেশ পথসমূহে ব্যারিকেড দিয়ে চলাচল নিয়ন্ত্রণ করবেন। তবে জরুরী পরিসেবা খাদ্য, চিকিৎসা, ওষুধ ও কৃষিপণ্য সরবরাহের যানবাহন ও স্বেচ্ছাসেবীরা এর আওতামুক্ত থাকবে। এখানে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য যে কোন জেলার চাইতে আমাদের এখানে অক্সিজেন সিলিন্ডার বেশী মজুদ রয়েছে।
সংসদ সদস্য বলেন, যারা জ্বর, সর্দিতে ভূগছেন তারা যেন রোগ গোপন না করে চিকিৎসা সেবা নিতে আসেন। ভয় পেয়ে রোগ গোপন করে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন না তারাই বেশী ক্ষতিগ্রস্ত হবেন। ভয়ের কোনও কারণ নেই। তবে কেউ কেউ মনে করছেন, কম বয়স্করা করোনায় আক্রান্ত হবেনা এধারনা ভুল।
তিনি আরো বলেন, ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে এসে আটকে গেছি। তবুও করোনা সংক্রমণ রোধে আমার নির্বাচনী এলাকার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সমস্ত ব্যবস্থা নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে বাধ্যতামূলক অনেক ধরনের অভ্যাস ছাড়তে করতে হবে। তাহলে আমরা একটা নতুন পৃথিবী পবো। তা না হলে আমাদের মারাত্বক ক্ষতির মুখে পরতে হবে। সমস্ত ডাক্তার, পুলিশদের জন্য পিপিইসহ তাদের সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করতে হবে। তারা যদি করোনায় আক্রান্ত হয়ে যান তাহলে রোগীদের জন্য কাজ করার লোক থাকবেনা। মাহী বি চৌধুরী বলেন, মসজিদ বন্ধ করা হয়নি বরং প্রতিটি ঘরকে আল্লাহ মসজিদ বানানোর একটি সুযোগ করে দিয়েছেন। এখন থেকেই আমাদের সর্তক অবস্থানে থাকতে হবে। নিজে মাস্ক পরবেন অন্যকেও মাস্ক পরতে বাধ্য করবেন। করোনা রোধে সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। আপনি নিরাপদে থাকুন, অন্যকেও নিরাপদে রাখুন , এ বলে সকলের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য মাহী বি চৌধুরী।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন