লোহাগড়ায় সেবা দিচ্ছে বিএনপির করোনা হেল্প সেন্টার

|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
নড়াইলের লোহাগড়া উপজেলার করোনাভাইরাস উপসর্গ রয়েছে এবং সংক্রমিত হয়েছেন এমন মানুষদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ দিতে বিএনপির উদ্যোগে কাজ শুরু করেছে করোনা হেল্প সেন্টার। মঙ্গলবার ২০শে জুলাই দুপুরে লোহাগড়ার লক্ষীপাশা মোল্লার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিগত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শরীফ কাসাফুদ্দোজা কাফি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার কাজ শুরু করেছে। এখান থেকে ফ্রি অক্সিজেন সেবা, ডাক্তারি পরামর্শসহ করোনা বিষয়ে অন্যান্য সহযোগিতা দেয়া হবে।
নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী মন্ডল।
প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোল্যা নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল হক আজাদ, লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, মোহাম্মদ মুসা মোল্যা, তারিকুল ইসলামসহ অনেকে।

 

সংবাদ সারাদিন