রাজশাহী মেডিকেল কোভিড ইউনিটে একদিনে আরও ১৩ মৃত্যু

|| সারাবেলা প্রতিনিধি, রাজশাহী ||

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে উপসর্গ নিয়ে পাঁচজন ও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন একজন। গেলো বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার পর্যন্ত সময়ে মারা যান এই ১৩ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, ও নওগাঁর তিনজন। এদের মধ্যে আটজন পুরুষ এবং পাঁচজন নারী। আর এদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে। চারজন ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং চারজন ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে। এছাড়া একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

হাসপাতাল পরিচালক জানান, এ নিয়ে ১লা জুলাই থেকে ৩০শে জুলাই পর্যন্ত সময়ে রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ৫৫৩ জনে দাঁড়ালো। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৭৯ জন। আর শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর নমুনা পরীক্ষার আগেই অবস্থায় মারা গেছেন ৩৩৬ জন। বাকি ৩৮ জন মারা গেছেন কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায়।

এদিকে হাসপাতাল সূত্র বলছে, এছাড়া গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৬৫ জন। এর মধ্যে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের নয়জন, নওগাঁর ছয়জন, পাবনার ১১ জন ও কুষ্টিয়ার পাঁচজন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪২৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

কোভিড ইউনিটে এই মুহুর্তে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে ১৮৯ জনের কোভিড পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলাতা নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৬২ জন।

এদিকে বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। যার শনাক্তের হার ২২ দশমিক ৮৮ শতাংশ বলে শামীম জানান।

এর আগের দিন বুধবার শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৯০ শতাংশ। গত মঙ্গলবার শনাক্তের হার ছিল ২২ দশমিক ৭৬ শতাংশ, গত সোমবার যা ছিল ২২ দশমিক ৫১ শতাংশ। গত রোববার ৩০ দশমিক ৭৮ শতাংশ এবং গত শনিবার ছিল ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

সংবাদ সারাদিন