ফেনীর সিভিল সার্জন করোনায় আক্রান্ত

|| অনলাইন প্রতিনিধি, ফেনী ||

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন। জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন। 

শুক্রবার (১২ জুন) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার নমুনা পজিটিভ সনাক্ত হয়।

এ দিকে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ডা. রুবাইয়াত বিন করিম জানান, তিনি এ সংক্রান্ত কোন চিঠি পাননি। তবে তাকে দায়িত্ব পালন করতে মৌখিকভাবে বলা হয়েছে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জনের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন