দেশে করোনায় নতুন শনাক্ত ৬৪১ রোগীর সংখ্যা সাত হাজারের বেশী

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

গেল ২৪ ঘন্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪১ জন। এনিয়ে আক্রান্তের মোট সংখ্যা ৭১০৩ জনে দাঁড়ালো। এই সময়ে মারা গেছে ৮ জন। এনিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬৩ জন হলো।

গত ২৪ ঘণ্টায় ৪৭০৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনা মিলিয়ে মোট ৪৯৬৮টি নমুনা পরীক্ষা করে নতুন ৬৪১ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়। নমুনা পরীক্ষার হার আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৬৮ শতাংশ বেশি। দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৫৯৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন করোনা বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সবশেষ এসব তথ্য জানান। বলেন, ‌‘মৃতদের মধ্যে পুরুষ ৬ জন। বাকি ২ জন নারী। এদের মধ্যে ৬ জন ঢাকার মধ্যে এবং বাকি দুই জন ঢাকার বাইরে। এ পর্যন্ত মৃতদের মধ্যে বেশিরভাগ মৃত্যুই ঢাকা বিভাগে হয়েছে। ঢাকায় এ পর্যন্ত মারা গেছে ১৩৭ জন ।

তিনি বলেন, মৃতদের বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়, গেল ২৪ ঘন্টায় যারা মারা গেছেন এদের মধ্যে ষাট বছরের বেশি বয়সী ৪ জন, ৫০-৬০ বছরের দুই জন এবং ৩১-৪০ বয়স সীমার মধ্যে দুই জন। গেল একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন। এনিয়ে মোট ১৫০ জন সুস্থ হয়েছেন।

ডা. নাসিমা সুলতানা জানান, আক্রান্তদের মধ্যে মাত্র এক ভাগ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর তিন ভাগ রোগী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে থেকে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে সুস্থ হওয়ার সংখ্যা ৩৮ জন। আর হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ২৮শে এপ্রিল পর্যন্ত ১২ জন।

বাড়িতে থাকা রোগীদের মধ্যে মৃদু সংক্রমণ থাকে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ শেষ হয়ে গেলে তার ১৪দিন পর একটি নমুনা নেয়া হয় এবং এর সাত দিন পর আরেকটি নমুনা নেয়া হয়। এই দুটি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলে তাকে সুস্থ বলে ধরা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন ১০৪ জন। এপর্যন্ত ১৩৪০ জন আইসোলেশনে রয়েছেন। আইসোলেশন থেকে গেল ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৪৮ জন এবং এ পর্যন্ত মোট ৮৩৩ জন ছাড়া পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৪১২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১৩২ জন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন