করোনায় বেসামাল ভারতে গেলো একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার

বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় চার লাখ ১২ হাজার ২৬২ জন রোগী শনাক্ত হয়েছে, একই সময়ে মারা গেছে ৩৯৮০ জন।

|| বার্তা সারাবেলা ||

কোভিড-১৯ এ মৃত ও শনাক্তসংখ্যার দিক থেকে প্রতিদিনই আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ভারত।  বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় চার লাখ ১২ হাজার ২৬২ জন রোগী শনাক্ত হয়েছে, একই সময়ে মারা গেছে ৩৯৮০ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন সংক্রমিতদের নিয়ে ভারতের মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে।

এছাড়া কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা দুই লাখ ৩০ হাজার ১৬৮ জনে দাঁড়িয়েছে বলে দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্যে জানানো হয়েছে।

সংবাদ সারাদিন