করোনা রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

|| অনলাইন প্রতিনিধি (নাঙ্গলকোট) কুমিল্লা ||

কুমিল্লার নাঙ্গলকোটে ৮ জন ডাক্তার ও ৬ স্বাস্থ্য কর্মীসহ গত ২৪ ঘন্টায় ২৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নাঙ্গলকোটের আরও দুজনের রিপোর্ট লাকসামে উপজেলায় পজেটিভ আসে। এনিয়ে পুরো উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮জন ।

শনিবার ২৩ মে বিকেলে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন। আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ৮ জন, স্বস্থ্যকর্মী ৬ জন, পৌর সদরের হরিপুর গ্রামের ২ জন, রায়কোট দক্ষিণ ইউপির মালিপাড় ১ জন, পূর্ব বামপাড়ায় ১ জন, মৌকরা ইউপির চারিতুপায় ১ জন, ঢালুয়া ইউপির মন্নারায় ২ জন, দৌলখাঁড় ইউপির দেওভান্ডার ১ জন ও সোন্দাইল গ্রামে ১ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব  বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ৩৫০ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ৩০০ জনের রিপোর্ট আসে। এখনো ৫০ জনের রিপোর্ট বাঁকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ৪৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

এদিকে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলো লকডাউন করা হবে। পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে।

সসা/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন