সিরাজগঞ্জে নতুন ৩১জন করোনা সনাক্ত

|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||

সিরাজগঞ্জ জেলায় নতুন করে আরও ৩১ জনের করোনা সনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত  সংখ্যা হলো ৩৬৩ জন।

শুক্রবার ২৬ জুন দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র বসাক জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ  শহীদ এম মনসুর আলী মেডিকাল  কলেজের পিসিআর  ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের ৩৫ জনের রিপোর্ট  পজেটিভ এসেছে।  এই ৩৫ জনের মধ্যে ৪ জনের ২য় বার নমুনা টেস্টের রিপোর্ট আবারও  পজেটিভ  আসে। এই ৪ জন হচ্ছেন বেলকুচি উপজেলার ২ জন,সিরাজগঞ্জ সদর উপজেলা ১ জন  ও চৌহালী  উপজেলার  ১ জন।

জেলার নতুন সনাক্তের ৩১ জনের মধ্যে ২৩ জনই সদর উপজেলার। অন্য  ৮ জনের মধ্যে  চৌহালী  উপজেলা ৩ জন,শাহজাদপুর উপজেলা উপজেলা  ৩ জন, উল্লাপাড়া উপজেলার  ১ জন ও ১ জন কামারখন্দ উপজেলার বাসিন্দা।  এই নিয়ে সিরাজগঞ্জ জেলায়  মোট  করোনা শনাক্ত ৩৬৩ জন।  ৩৬৩ জনের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ১১১ জনের করোনা শনাক্ত  রিপোর্ট পজেটিভ, ২য়  স্হানে বেলকুচি উপজেলার ৯৮ জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর জানান, জেলায় মোট ৪ হাজার ৫২৬ জনের  নমুনা পরীক্ষার মধ্যে ৩৬২ জনের করোনা শনাক্ত  হয়।

এদের  মধ্যে ২০ জন সুস্হ্য  হয়েছেন এবং ৩ জন মৃত্যুবরণ করেছেন। আইসোলশনে  রাখা হয় ২৪৬ জনকে।আইসোলশনে রাখা রোগীদের মধ্যে সুস্হ্য  হয়েছেন ২৩৫ জন,এখন চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।  জেলায় সর্বমোট  হোম কোয়ারেন্টাইনে  রাখা  হয় ৪ হাজার ১৭১ জনকে এবং সুস্হ্যতার ছাড়পত্র  পেয়েছেন  ৩ হাজার ৮৮২ জন, এখনও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৮৯ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন