|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জে বুধবার ১৪ই এপ্রিল সকাল আটটা পর্যন্ত গেলো ২৪ ঘন্টায় ২৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১২০ জনে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৮ জন, রায়গঞ্জ ১ জন, কামারখন্দ ১ জন , চৌহালী ১ জন, বেলকুচি ১ জন, ও উল্লাপাড়া উপজেলায় ২ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১০৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট ২ হাজার ৫৮৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতি এই রোগে মারা গেছে মোট ২০ জন।