|| অনলাইন প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জ জেলায় নতুন আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২১২ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে বেলকুচি উপজেলায় ২৪জন ও উল্লাপাড়া উপজেলায় ৫জন
সোমবার ১৫ জুন দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়।
এই ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্টের মধ্যে ৬৫ জনের রিপোর্ট নেগেটিভ এবং ২৯জনের রিপোর্ট পজেটিভ। সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত ২১২জন রোগীর মধ্যে ১৬ জন সুস্থ্য হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে।