সারাদেশে নতুন আক্রান্ত ৭০৬ মোট প্রায় সাড়ে ১২ হাজার

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সারাদেশে করোনাভাইরাসে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে ৭০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই জানান।

তবে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কত জন মারা গেছে সে সম্পর্কে কিছু না জানিয়ে নাসিমা সুলতানা বলেন, মৃত্যুর তথ্য পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

বুলেটিনে জানানো হয়, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৯১০ জন।

সারা দেশে মোট ৩৪টি ল্যাবে গত এক দিনে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে বুলেটিনে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন