|| সারাবেলা প্রতিনিধি,সাভার ||
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের পাশ থেকে সাত দিন বয়সী জীবিত এক ছেলে শিশুকে উদ্ধার করে রবিউল করিম নামে এক ব্যবসায়ী।
মঙ্গলবার ২০ই অক্টোবর রাত ১১টার দিকে উপজেলার কালামপুর বাজার জামে মসজিদের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
রবিউল করিম জানান, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। এরপরে এগিয়ে আসলে এক নবজাতকে মাটিতে শুয়ে থাকতে দেখেন তিনি ।এসময় রবিউল ও স্থানীয়রা নবজাতকের পরিবারের খোঁজ করেন ।কিন্তু র্দীঘ সময় অপেক্ষা করেও পরিবারের কাউকে না পেয়ে নিজ জিম্মায় রাখেন রবিউল । এরপর ধামরাই থানায় খবর দেন তিনি ।
এবিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে ।নবজাতকের পরিবারের সন্ধান করা হচ্ছে ।নবজাতককে সুস্থ্য রাখার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।