সপরিবারে করোনা সংক্রমিত অধ্যাপক গোলাম রহমান

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনায় সংক্রমিত হয়েছেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান ও তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বৌ। শুধু তারাই নন, গৃহকর্মীও আক্রান্ত হয়েছে বলে তিনি নিজেই শুক্রবার নিশ্চিত করেছেন।

অধ্যাপক গোলাম রহমান জানান, গত ২৯শে মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরও চারজনের পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থার খারাপ হওয়ায় তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ছিলেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন