|| সারাবেলা প্রতিনিধি, চাঁপাইবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে শয্যা ও অক্সিজেন সংকট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে প্রায় ৫ হাজার ৬শ ৪৪ লিটার অক্সিজেন এসেছে সদর হাসপাতালে।
বুধবার ২রা জুন সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেনের ট্রাংককে এই তরল অক্সিজেন প্রবেশ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট্য জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক জানান, করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট থাকায় চিকিৎসা দিতে হিমমিশ খাচ্ছিল ডাক্তাররা। অনেক প্রতিক্ষার পরে আজ ৫ হাজার ৬শ ৪৪ লিটার তরল অক্সিজেন এসেছে সদর হাসপাতালে।
যা প্রায় ৬শ ৬৩টি অক্সিজেন সিলিন্ডারের সমান কাজ করবে। তিনি আরো জানান, যেহেতু অক্সিজেন পরিমাণ মতো পাওয়া গেছে সেহেতু বসে সিদ্ধান্ত নেয়া হবে কি পরিমাণ করোনা শয্যা বাড়ানো সম্ভাব। তরল অক্সিজেন পাওয়াতে এখন থেকে করোনা রোগীদের অক্সিজেন সংকট হবে না বলেও জানান।
এদিকে দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ আনুষ্ঠানিকভাবে এই তরল অক্সিজেন ট্রাংকটি শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, হাসপাতালের আরএমও ডা. নাদিম সরকার, স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, ডা. নাহিদ ইসলাম মুনসহ অন্যান্যেরা।