||অনলাইন প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)||
মাদারীপুর জেলার শিবচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ গত ২৪ ঘন্টায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার এক নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার(২০ জুন) নমুনা পাঠানো ১৭ জনের রিপোর্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.রাসেল মিয়াসহ ৪ জনের করোনা পজেটিভ আসে।
এ পর্যন্ত শিবচর উপজেলায় ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন এবং চার জনের মৃত্যু হয়েছে।
শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.শশাঙ্ক ঘোষ জানান,’আক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের আইসোলেশন নিশ্চিত করা হচ্ছে।’
এদিকে গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ৫০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৪ জন, রাজৈরে ৭ জন, কালকিনিতে ৫ জন এবং শিবচরে ৪ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫৪৭ জন।