শিথিল হচ্ছে বিধিনিষেধ বাড়ছে সংক্রমণ চব্বিশ ঘন্টায় সংক্রমিত ২৫২৩ জন

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে করোনাসংক্রমণের শুরু থেকে এপর্যন্ত সময়ে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ২ হাজার ৫২৩ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে সংক্রমণসংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা সবশেষ এ তথ্য জানিয়ে বলেন, গেল ২৪ ঘণ্টায় এ রোগে আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে কোভিড-১৯ এ মোট ৫৮২ জন মারা গেল।

ডা. নাসিমা জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৯০ জন। সব মিলে এ পর্যন্ত মোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠলেন। তিনি বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ৪ জন নারী।

মারা যাওয়াদের বিশ্লেষণধর্মী পরিসংখ্যান জানিয়ে তিনি বলেন, এই ২৩ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। গত এক দিনে দেশের ৪৯টি ল্যাবে ১১হাজার ৩০১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

গেল চব্বিশ ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আনা হয়েছে ৪ হাজার ৯০০ জনকে। সারা দেশে এখন ৬০ হাজার ২৭৫ জন কোয়ারেন্টিনে আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন