লালমোহনে করোনায় মহিলা পুলিশসহ আক্রান্ত ৬

||অনলাইন প্রতিনিধি, লালমোহন প্রতিনিধি ||

ভোলার লালমোহনে মহিলা পুলিশসহ নতুন করে আরও ৬ জনের দেহে (কোভিড-১৯) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

১৩ জুন (শনিবার) নতুন এ ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে ৪জন কোস্ট গার্ডের সদস্য, থানার ১ জন মহিলা এএসআই ও পৌরসভা ৪নং ওয়ার্ডের ১ জন। ফলে এ নিয়ে লালমোহনে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। এদের মধ্যে মারা গেছেন ১জন, সুস্থ হয়েছেন ২জন।

এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মহসিন খাঁন।

এদিকে মহিলা পুলিশ সদস্যের করোনা আক্রান্তের বিষয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ওই পুলিশ সদস্য ছুটি কাটিয়ে লালমোহন আসলেও কখনো থানায় আসেন নি। তিনি নিজের বাসাতেই ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন