রাজধানীসহ সৌদি আরবের ৯ শহর লকডাউনে

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে
দিনরাত কারফিউ ও লকডাউন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদ ছাড়াও তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, জেদ্দা, তায়েফ, কাতীফ ও খোবার শহরে। মঙ্গলবার নতুন দেওয়া এই নির্দেশনা পরবর্তি কোন নির্দেশনা না দেনওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল অঞ্চল থেকে কেউ বের হতে কিম্বা এসব শহরে ঢুকতে পারবেন না।
তবে, একান্ত জরুরী চিকিৎসা সেবা, খাদ্যদ্রব্য কেনাকাটা ও ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা হতে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। এক্ষেত্রেও শুধু প্রাপ্ত বয়স্করাই বের হতে পারবেন। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুইজনের বেশী থাকতে পারবেন না।
শুধু মুদি দোকান (গ্রোসারি শপ/তামউইনাত), ফার্মেসি, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস এন্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং- ইলেক্ট্রিক- এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত, পানি পৌঁছানোর কাজে নিয়োজিত কোম্পানি ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।
একইভাবে এরআগে যাদেরকে কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবেন। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল তালাল আল শালহুব জানান, যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সেলিব্রিটিও কারফিউর আওতাধীন। তাদেরকেও কারফিউ থেকে বাদ দেওয়া হয়নি। তাই, কোন বিখ্যাত সেলিব্রিটি কারফিউ আইন অমান্য করলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।। তিনি সকলকে সর্তক করে বলেন, কারফিউ অমান্য করলে পাবলিক প্রসিকিউশন হিসাবে প্রথমে ১০ হাজার রিয়াল জরিমানা, কারফিউর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ছবি তোলা বা ভিডিও করা হলে ৫ বছরের জেল এবং ৩০ লাখ রিয়াল জরিমানা গুণতে হবে।
এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল আবদালি জানান, গত ২৪ ঘন্টায় অর্থাৎ ৬ই এপ্রিল বিকেল চারটা পর্যন্ত নতুন করে আরো ১শ’ ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।। করোনা ভাইরাস পাওয়া গেছে ১ হাজার ৯শত ৩৪ জনের শরীরে।
সবশেষ তথ্য মতে দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার ৬ শত ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫শ’ ৫১ জন।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন