|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||
রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় দুই নারী সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৭শ ৮২ জনের নমুনা পরীক্ষায়র্ ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত দেড় বছরের মধ্যে সর্ব্বোচ্য। এ নিয়ে গত ১৮ দিনে বিভাগে ২৫ নারীসহ ২৫৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছে। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে পাচ জন মারা গেছে। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো আটজনে । এছাড়া পঞ্চগড়ে একজন লালমনিরহাটে একজন , নীলফামারী একজন, দিনাজপুরে একজন, গাইবান্ধায় দুজন এবং ঠাকুরগায়ে তিন জন করে মারা গেছে। রংপুরে সর্ব্বচ্য করোনা করোনা সনাক্ত হয়েছে ২শ ৪৬ জনের।
এদিকে করোনায় ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যুর বিষয়টি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সরদার অফিসের আফসার আলী নিশ্চিত করেছেন।
এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭শ ৮৬ জন। আক্রান্তের হার বেড়ে ২৯ দশমিক ৫১ ভাগে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৭৯ হাজার ৭৪৮ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৩৬ হাজার ৯২৯ জন। সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬২৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, সীমান্ত বর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২১২ জন, রংপুরে ৮ হাজার ৯১ জন এবং ঠাকুরগায়ে পাচ হাজার ১ শ ২৬ জন, কুড়িগ্রামে দুই হাজার ৬৫০ জন। স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক পরিধান না করায় প্রতিদিন সংক্রমণ বাড়ছে বলেও জানান ডা. জাকিরুল ইসলাম।