|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||
মেহেরপুরে করণ আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তিরা হলো মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শাহিনা খাতুন (৬০) এবং গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল হান্নান (৬২)।
বৃহস্পতিবার ১৭ই জুন সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শাহিনা খাতুন করোনা পজিটিভ হয়ে মঙ্গলবার এবং গত বৃহস্পতিবার ভাটপাড়া গ্রামের আবদুল হান্নান ৮ দিন পূর্বে হাসপাতালে ভর্তি হয়। আজ বৃহস্পতিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।
এনিয়ে মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়াল ৩০। এদের মধ্যে সদর উপজেলায়-১২ জন, গাংনী- ১২ জন ও মুজিবনগর ৬ জন। বতর্মানে জেলায় করোনা আক্রান্ত ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।