মুন্সিগঞ্জে একদিনে সর্বোচ্চ ১৯২ জন করোনা শনাক্ত

|| অনলাইন প্রতিনিধি,মুন্সিগঞ্জ ||

মুন্সিগঞ্জে করোনায় নতুন করে জেলার ৬টি উপজেলায় ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তর সংখ্যা এখন ১২৮৮ জন। একইসাথে মুন্সিগঞ্জ  সদর উপজেলায় ৬৫ বছরের এক পুরুষ করোনায় মৃত্যু বরন করেছেন। এ নিয়ে জেলায়  মৃতের সংখ্যা এখন ৩০ জন। তবে নতুন করে সুস্থ হয়েছেন ২১ জন।

মঙ্গলবার  ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন,গত ৬, ৭ ও ৮ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্য থেকে মঙ্গলবার বিকেলে ৪৩৬টি রিপোর্ট পাওয়া যায়। সেখানে ১৯২ জনে ফলাফল পজেটিভ জানানো হয়। যা এখন পর্যন্ত মুন্সিগঞ্জে সর্বোচ্চ শনাক্ত সংখ্যা। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭জন, টঙ্গিবাড়ী উপজেলায় ২৫ জন, সিরাজদিখান উপজেলায় ৩১ জন ,লৌহজং উপজেলায় ৩১ জন , শ্রীনগর উপজেলায় ২৬ জন ও গজারিয়া উপজেলায় ২২ জন রয়েছেন। 

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আরও বলেন , কোন থানা বা প্রতিষ্ঠান থেকে ২৫ টা নমুনা নেওয়া হলে এর মধ্যে ২০ টাই পজেটিভ হচ্ছে। মনে হচ্ছে সংক্রমনটা খুব বেশি হয়ে যাচ্ছে। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে জরুরি সভা হতে পারে। সেখানকার আলোচনা অনুসারে এসময় করনীয় বিষয়ে পরবর্তী  সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, মঙ্গববার  ২৪১জনসহ জেলার মোট ৬ হাজার ১৮০ জনের নমুনা এ পর্যন্ত পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার ৮৭১ জনের নমুনার ফল পাওয়া গেছে।

এর মধ্যে সদর উপজেলায় ৫৭০ জন , টঙ্গীবাড়ি উপজেলায় ১০৩ জন, সিরাজদিখান উপজেলায় ১৭৪ জন, লৌহজং উপজেলায় ১৬৩ জন, শ্রীনগর উপজেলায় ১৪৫ জন ও গজারিয়া উপজেলায় ১৩৩ জন।

সসা/এআর/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন